ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরদিনাজপুরে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

দিনাজপুরে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে ইজিবাইক থেকে পড়ে ট্রাকের চাপায় রোজিনা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় নিহতের কোলে থাকা এক বছরের শিশু সন্তানটি অক্ষত রয়েছে। নিহত রোজিনা খাতুন দিনাজপুর জেলার বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিরল থেকে রোজিনা খাতুন তার সন্তানকে নিয়ে একটি ইজিবাইকে চড়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় রোজিনা খাতুন ইজবাইক থেকে শিশুসহ ছিটকে রাস্তার ওপরে পড়ে যায় এ সময় ইজিবাইকের পেছনে থাকা একটি ট্রাক রোজিনা খাতুনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা এক বছরের শিশুসন্তানটি অক্ষত রয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি ও চালককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক ট্রাক ও চালক থানায় আটক রয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular