ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষদিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গ্রেপ্তার ২

দিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালিয়ে বিআরটিএ অফিসের দুই দালালকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বিআরটিএ অফিসের দুই দালাল কে ভ্রাম্যমান আদালত বসিয়ে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ বুধবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

আটককৃত দালালরা হলেন দিনাজপুর জেলা সদরের রাজারামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মুন্না ইসলাম (৩৮)।। অপরজন সদর উপজেলার উত্তর বংশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবেদী হাসান (৫০)। এছাড়াও বিআরটিএ অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের কে সতর্কতা প্রদান করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের পাশেই অবস্থিত বিআরটিএ অফিসের দালাল চক্রের মূল হোতা ফারুক কম্পিউটারের মালিক মুন্না ইসলাম ও ইব্রাহিম। ফাতেমা কম্পিউটারের দোকানের মালিক আবেদী হাসান, মমিন কম্পিউটার দোকানের মালিক মোঃ মমিন ইসলামের কম্পিউটারের দোকান থেকে বি আরটিএ অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ড পত্র উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, দিনাজপুর বিআরটিএ অফিসের আশপাশের তিনটি কম্পিউটারের দোকানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত তিনটি কম্পিউটারের দোকানে বিআরটিএ অফিসের গুরুত্বপূর্ণ অনেক ফাইল জব্দ করা হয়েছে। এছাড়ও বিআরটিএ অফিসের দুজন দালালকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর বিআরটিএ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ি রেজিস্ট্রেশন ফিটনেস প্রদানে সরকারি ফিসের অতিরিক্ত টাকা আদায় ও দালালদের মাধ্যমে সেবা গ্রহিতাদের হয়রানি করা হত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular