ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরদীর্ঘ বাইশ বছর পর ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

দীর্ঘ বাইশ বছর পর ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ বাইশ বছর পরে ট্রাফিক পুলিশের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আঞ্চলিক মহাসড়কের নিমতলা মোড়ের ছোট যমুনা ব্রীজের পশ্চিম দিকে হানিফ কাউন্টারের সামনে উপজেলার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ বাইশ বছর পরে ট্রাফিক পুলিশের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ও ট্রাফিক ইনস্পেক্টর, দিনাজপুর মোঃ সাজেদুল ইসলাম। ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম অব্যাহত ছিলো।

নিমতলা মোড়ে একটি ট্রাফিক আইল্যান্ড ছিলো এবং ট্রাফিক পুলিশের ক্যাম্পও ছিলো। কিন্তু বিগত ২০০৩ সালে কোন এক কারণে ট্রাফিক পুলিশের কার্যক্রম বন্ধ করা হয়। ফুলবাড়ী শহরের ট্রাফিক পুলিশের কার্যক্রম না থাকায় বাস, ট্রাক এবং ঢাকা কোচগুলো রাস্তায় যত্রতত্র দাড়ানোর কারণে প্রতিনিয়ত যানজোটের সৃষ্টি হচ্ছে। ফুলবাড়ীর সর্বোস্তরের জনগণ দীর্ঘদিন থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করার দাবী জানিয়ে আসছিলো। গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানার উদ্যোগে ওপেন ডে হাউজ এর অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নিকট ট্রাফিক পুলিমের কার্যক্রম শুরু করা হোক দাবী জানালে তিনি দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানার উদ্যোগে ওপেন ডে হাউজ এর অনুষ্ঠানে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলে পুলিশ সুপার মহোদয় জানিয়েছিলেন। স্যারের প্রতিশ্রুতির প্রেক্ষিতেই আজকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করা হয়। আশাকরি আমরা ফুলবাড়ীর যানজোট নিরসনে ভালোভাবে কাজ করতে পারবো। এ ব্যাপারে ফুলবাড়ীবাসীর নিকট সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular