রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জুমার নামাজ পড়তে গিয়ে এসে দেখে দুই দোকানের সাটার খোলা। ক্যাশ ড্রয়ার ভেঙে দুই দোকান থেকে চুরি গেছে প্রায় তিন লাখ টাকা।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাজারের নওশাদের মুদি দোকানে ও মের্সাস নাফিসা ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারের মালিক আবু হানিফের দোকানে এ অপ্রত্যাশিত চুরির ঘটনা ঘটেছে। ওদিন তারা দোকানের সাটারে তালা দিয়ে পাশের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিল।
স্থানীয়রা জানান, নামাজের সময় দোকানের আশপাশে মোটরসাইকেল নিয়ে চার জন হেলমেট পড়া লোককে ঘুরাঘুরি করতে অনেকে দেখেছে। এবং দোকান দুটির সিসিটিভির ক্যামরার ভিডিও ফুটেজ চেক করতে গেলে ওই চার হেলমেট পড়া লোকদের সাটার খুলে ক্যাশ থেকে টাকা নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ফুটেজ দেখা গেছে বলে ফুটেজ দেখা স্থানীয়রা জানান। তবে হেলমেট পড়ে থাকার কারণে তাদেরকে কেউ চিনতে পারেনি।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।