ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদুর্নীতির বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করা উচিত : জামালপুর ডিসি

দুর্নীতির বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করা উচিত : জামালপুর ডিসি

সুমন আদিত্য, জামালপুর জেলা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভা, মানববন্ধন ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাপ্ত নতুন বাংলাদেশকে সমৃদ্ধ ও কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করা উচিৎ।

সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মানববন্ধন ও শোভাযাত্রা অুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠান পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা

তিনি বলেন, অবিশ্বাস, অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দুর্নীতি সমাজের স্তরে স্তরে নির্মমভাবে আঘাত করছে। বৈষম্য এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় হয়ে উঠেছে দুর্নীতি।

জেলা প্রশাসক আরো বলেন, মূল্যবোধ, সততা এবং স্বচ্ছতা প্রতিটি নাগরিকের থাকলে আইন প্রয়োগের দরকার হবে না। অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যমসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। এতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

দিবসটির শুরুতেই জেলা দুদক কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়।এছাড়া বকুলতলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। পরে শোভাযাত্রা করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, জেলা দুপ্রক সদস্য মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular