ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দুর্নীতি বন্ধে ডিসিদের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার

দুর্নীতি বন্ধে ডিসিদের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক : দেশের আইন-শৃঙ্খলা আরও উন্নত করার পাশাপাশি, দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী । গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং শিল্প পুলিশে জনবল বাড়ানো ছাড়াও বেশকিছু প্রস্তাব দিয়েছেন ডিসিরা বলেও জানান তিনি।

তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আজ আমরা ডিসি এবং কমিশনারদের সাথে একটা মত বিনিময় করেছি, তাদেরও কথা ছিল আমরা শুনেছি এবং উত্তর দিয়েছি এবং আমাদের কিছু আশা ছিল তা প্রকাশ করেছি । আমাদের বড় আশা ছিল, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটি সমূলে দূর করতে না পারলে দেশের অগ্রগতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে। সেজন্য আমি আপনাদের (সাংবাদিক) সাহায্য সহযোগিতা চাই। তবে তাদের সাথে আলোচনার সময় খুব কম ছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা কীভাবে আরও উন্নত করা যায় এবং দেশের দুর্নীতি কীভাবে কমানো যায় এ ব্যাপারে ডিসিদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গ ডিসিদের সাথে কোনো কথাবার্তা হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কৃষি নিয়ে এবং সীমান্তে বিজিবির সংখ্যা বাড়ানো ও নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন তারা। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং শিল্প পুলিশে জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ডিসিরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার জন্যই তো ডেভিল হান্ট পরিচালানো করা হচ্ছে-এটা আপনারা জানেন এবং আপনারাও সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার ১৭টি মন্ত্রণালয়ের সঙ্গে চলছে ডিসিদের কার্য অধিবেশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular