ঢাকা  বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদুস্কৃতিকারীদের দমন ছাড়া বিকল্প নেই: ফখরুল

দুস্কৃতিকারীদের দমন ছাড়া বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এসব দুস্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই।

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন মির্জা ফখরুল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের এই হামলা ন্যাক্কারজনক। দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

দুপুরে গণমাধ্যমে মির্জা ফখরুলের এই বিবৃতি পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির মহাসচিব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular