ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশদূষিত বায়ুর শহরের তালিকায় চার নম্বরে ঢাকা

দূষিত বায়ুর শহরের তালিকায় চার নম্বরে ঢাকা

নিজস্ব প্রতি‌বেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২২৪। তালিকায় চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৫৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলজিয়ার্স, স্কোর ২২০। তৃতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৭৪। পঞ্চম স্থানে থাকা লাহোরের স্কোর ১৫৬। ষষ্ঠ স্থানে রয়েছে দুবাই, শহরটির স্কোর ১৫৪। ১৫২ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে উহান। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে হ্যানয়, সাংহাই ও ব্যাংকক। শহরগুলোর স্কোর যথাক্রমে ১৫১, ১৪৭ ও ১৪৩।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular