ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদেড় কোটি টাকার সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি

দেড় কোটি টাকার সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি:   শ্রীমঙ্গলে ব্যাটালিয়নে (৪৬ বিজিবি) জব্দকৃত হওয়া প্রায় দেড় কোটি টাকার ভরতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে তা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট বৃহস্পতিবার আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular