শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় : বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এর গভমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা প্রদান করেছেন দেবীগঞ্জের সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা।
শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে উপজেলা খেলোয়াড় পরিবারের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।
দেবীগঞ্জের সাবেক ফুটবলার শাহিনুর রহমান বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, সাবেক ফুটবলার আতাহার হোসেন হারেজ, সাবেক ক্রিকেটার শাহিনুর রহমান গুড্ডু, সাবেক ফুটবলার সাদ্দাম হোসেন পাটোয়ারীসহ দেবীগঞ্জ উপজেলার খেলোয়াড়বৃন্দ।
বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল। বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মীয়করণ এবং দলীয়করণের কারণে ফুটবলের মান শুধু বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে গেছে। আমরা চেষ্টা করব রাজনীতির উর্ধে গিয়ে তৃণমূল পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার।