ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী। তিনি বলেছেন, দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা মূলত আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন।

মীর নেওয়াজ আলী বলেন, “জুলাই-আগস্টে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করেছিল। এবারও ঐক্যবদ্ধভাবে পুরাতন ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করতে হবে।” তিনি দাবি করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থির করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে।

তিনি আরও বলেন, “আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর যে ষড়যন্ত্র চলছে, তা শুভ ফল বয়ে আনবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে সেনাবাহিনী ভূমিকা না রাখলে, তা সফল হওয়া কঠিন হতো। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেনাবাহিনী বন্দুকের নল ঘুরিয়ে না দিলে ফ্যাসিবাদী শাসক পালাতে পারত না।”

মীর নেওয়াজ আলী বলেন, কিছু পরজীবী বুদ্ধিজীবী ২৪-এর গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের ভূমিকা অস্বীকার করে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল থাকে।

তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “যদি সবাই সজাগ না থাকেন, তবে এর কঠিন মূল্য দিতে হতে পারে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular