ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাদেশের মানুষ বন্ধুত্ব চায় কিন্তু প্রভুত্ব চায় না : গয়েশ্বর

দেশের মানুষ বন্ধুত্ব চায় কিন্তু প্রভুত্ব চায় না : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:   বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের খবরদারি চলবে না।

মঙ্গলবার রাজধানীর শের-এ বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

অতীতে ভারত-বাংলাদেশের সম্পর্কে ফাঁকফোকর ছিল দাবি করে বিএনপির এ নেতা বলেন, কোনো ব্যক্তির সঙ্গে নয়, সম্পর্ক হতে হবে দেশের সঙ্গে দেশের।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা যায়, তাদের পুরাতন সম্পর্কে ফাঁকফোকর ছিল। তাদের নতুন সম্পর্ক দেশের সঙ্গে দেশের হবে, অতীতের মতো কোনো ব্যক্তির সঙ্গে নয়।

এ ছাড়াও ভারত এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করতে সহযোগিতা করেছিল বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি বলেন, ভারত চেষ্টা করেছিল ভোটাধিকার হরণ করতে। কিন্তু আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। পারস্পারিক বন্ধুত্ব দুদেশের জন্য ইতিবাচক হবে।

বাংলাদেশ নিয়ে ভারতের মুরুব্বিয়ানা বা খবরদারি চলবে না। এ দেশে কে কোন পদে থাকবে সেই বিষয়ে ভারতের হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশের বিষয়ে ভারতের নাক গলানো জনগণ মেনে নেবে না’, যোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular