নিউজ ডেস্ক : দেশে ফিরে তারেক রহমান গণতান্ত্রিক সরকার উপহার দিবেন বলে বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ।
মাদারীপুরের ডাসারে শারদীয় দুর্গাপূজায় নারীদের আরতি অনুষ্ঠানেশুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ১৬ বছর যুদ্ধ করে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন স্বাধীনতা পেলাম আমরা। গণতান্ত্রিক দেশে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারি সবাইকে নিয়ে সেই কামনা করি আমরা।
বিএনপির নেতা খোকন বলেন, দেশরত্ন তারেক রহমান আবারো বাংলাদেশে ফিরে আসবেন। তিনি সুন্দর একটি দেশ গড়বেন। আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে ভাল থাকতে চাই।