ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। আজ শনিবার ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীকে শেল্টার (আশ্রয়) দিচ্ছেন। আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পেয়েছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম্য টিকে আছে। তাই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সরকার, ডিসি অফিসসহ বিভিন্ন স্থানে ছাত্র উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ বৈষম্যবিরোধী বা এনসিপি অথবা অন্যরা যদি এখন সরকারে থাকে, তাহলে দেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

রাশেদ খান বলেন, এর আগে আমরা দাবি জানিয়েছি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে, প্রকাশ্যে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তাঁর সাঙ্গোপাঙ্গসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিচার করতে হবে। এ বিষয়ে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা সেই তৎপরতা বৃদ্ধি করছেন। কিন্তু তাঁর আশপাশে যারা রয়েছেন, তারা কী ভূমিকা রাখবেন, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

গণঅধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় দলটির জেলা সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সদর উপজেলা সভাপতি হালিম পারভেজ, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular