ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরধর্ষণের প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

জামলপুর প্রতিনিধি: মাগুরায় পিতা ও ছেলে কর্তৃক ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণসহ সারাদেশে সকল ধর্ষণের প্রতিবাদে সেভেন স্টার গ্রুপ ও জামালপুর মোবাইল ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যােগে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের বিউটি প্লাজার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সেভেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, সদস্য রবিন, রিয়াদুল ইসলাম রাব্বি, আবু তালহা আপন, সাগর ইসলাম, ইফাব, জেলা মোবাইল এসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, রাহাত প্রমুখ।

মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, শিশু আছিয়া সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই মাসে সারাদেশে ১শত ১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। জামালপুরে বাকপ্রতিবন্ধি দুইটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সারাদেশব্যাপী যে হারে ধর্ষণের উৎসব শুরু হয়েছে। আমরা ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। সেটা আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে নরপশুদের অত্যাচারে আমাদের মা-বোনেরা স্বাধীন ভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। আমরা সকল মা-বোনদের নিরাপত্তা চাই। আমরা জামালপুরবাসী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আজকে ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়ে যাচ্ছে। আইন রক্ষাকারী বাহিনীর দুর্নীতির কারণে এবং সঠিক সময়ে বিচার না হওয়ার কারণে একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular