ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে গৌরীপুরে সমাবেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে গৌরীপুরে সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : সারাদেশে ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সোমবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল, গৌরীপুর কলেজ শাখার উদ্যোগে কলেজ গেটের সামনের সড়কে একটি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাত। সঞ্চালনা করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মো. আশিক মিয়া।

বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য তাওহীদ, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য সচিব মশিউর রহমান রবিন, উপজেলা ছাত্রদল নেতা মোখছেদুল মোমেন, মোস্তাকিম বাবু, পৌর ছাত্রদলের সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, এনায়েতুল কবির স্বাদ, শাকিল, কাজল মিয়া, সুব্রত, বিজয় বাড়ৈ, নাহিদ, গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলাদিন, গৌরীপুর সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন শাকিল, সৌরভ সরকার, শাহীন, জাকিরুল, আরিফ, কাইয়ুম ও হৃদয় হাসান।

এ সময় বক্তারা নারী নিপীড়ক ও ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায়।এছাড়াও ধর্ষণ, নারী নিপীড়ন, খুন, ছিনতাই-ডাকাতিসহ সকল সামাজিক অনাচারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে গৌরীপুর উপজেলার পরিষদের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular