ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ'র পদযাত্রায় পুলিশের লাঠিপেটা

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র পদযাত্রায় পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ-নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় লাঠিপেটা করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সামনে পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতি হয়।

মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তখনই উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

নয় দফা দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গণপদযাত্রা ও স্মারকলিপি দিতে যায়। হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে গেলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে।

পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়। তবে মিছিলকারীদের মধ্যে পাঁচজনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular