ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :   লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ধান কাটার মেশিন-হার্ভেস্টারের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকার মাইর্ধের বাড়ি এ ঘটনা।

সাত বছর বয়সি নিহত মো. রাফসান কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে। নিহত মো. রাফসান মাদ্রাসা পড়াশোনা করতো।

শিশুটির চাচা আলা উদ্দিন বলেন, মাদ্রাসা থেকে সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে চর পাগলা গ্রামের ইমনের ধান কাটার মেশিনের ধাক্কায় গুরুতর আহত হন। পরবর্তীতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চালক ইমন তাৎক্ষণিক সজ্ঞা হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। হার্ভেস্টার চালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular