ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনওয়াজের সঙ্গে ঝামেলায় শাস্তি পেলেন সাকিব

নওয়াজের সঙ্গে ঝামেলায় শাস্তি পেলেন সাকিব

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ নওয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বড় শাস্তি পেলেন তানজিম হাসান সাকিব। জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার শঙ্কাও ঝুলছে তার।

খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের ১৭তম ম্যাচে খেলতে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। যেখানে সিলেটের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছিল খুলনা। যেখানে তানজিম সাকিবের ওভারে স্লোয়ার বলে মোহাম্মদ নওয়াজকে বাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। পাকিস্তানি অলরাউন্ডারকে আউট করে তাই একটু আগ্রাসনই দেখান সাকিব। সাজঘরের পথ তো দেখিয়েছিলেনই, একপর্যায়ে ধাক্কা দিয়ে বসেন কাঁধ দিয়ে।

নওয়াজও মেজাজ হারান। দুজনকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায়। কথার উত্তাপ চলেছিল আরও কিছুটা সময়। একপর্যায়ে সিলেটের উইকেটরক্ষক জর্জ মুনসে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। তবু থামেননি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নওয়াজকে।

আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে ম্যাচ শেষে রেফারি এহসানুল হক সিজান তানজিম সাকিবকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও নামের পাশে যুক্ত হয়েছে। অবশ্য তানজিম শাস্তি পেলেও নওয়াজ এ যাত্রায় পার গেছেন অবশ্য। তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular