ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ানবীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় মামলা

নবীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত ওই গৃহবধূ মনি চৌধুরী (২২) উপজেলার শ্রীরাপুর গ্রামের মো. মেহেদীর (২৭) স্ত্রী ও একই গ্রামের মোহাব্বত চৌধুরীর মেয়ে।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহতের পিতা বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সরজমিনে গিয়ে, নিহতের স্বামীর পরিবারের লোকজনকে খোঁজে পাওয়া যায় নি। ঘরে তালা বদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহতের পিতা মহাব্বত চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার রাত অনুমানিক ১১ টার দিকে আমাকে ফোন করে মনির শাশুরী জানায় আমার মেয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছে। তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পান। আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।

কর্তব্যরত চিকিৎসক জানান, মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে। তবে মনির স্বামী মেহেদী উপার্জন করতেন না, এ নিয়ে তার শ্বাশুড়ি প্রায়ই মনিকে বকাঝকা করতেন। এ ছাড়া মেহেদীর অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এদিকে ঘটনার পর থেকে মনির তিন বছরের মেয়ে মুনতাহারসহ শ্বশুরবাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এই ঘটনার বিষয়ে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular