ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানরসিংদী রায়পুরায় ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত

নরসিংদী রায়পুরায় ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত

মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা: রায়পুরা উপজেলা প্রশাসন ও রানার কমিউনিটির উদ্যোগে রায়পুরায় ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয় ভোর ৪.৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান এর সভাপতিত্বে ।

নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন, প্রথম পর্যায়ে ৪২ কিলোমিটার ম্যারাথন, দ্বিতীয় পর্যায়ে সকাল ৫ ঘটিকায় ২১ কিলোমিটার ম্যারাথন ও তৃতীয় পর্যায়ে সকাল ৫.১৫ ঘটিকায় ১০কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ সহ ৬টি দেশের ৭১৩ জন প্রতিযোগী উক্ত ম্যারাথনে অংশগ্রহণ করেন, ম্যারাথন শেষে সকাল ১১ঘটিকার সময় বিজয়ী ও প্রতিযোগিতদের মাঝে আনুষ্ঠানিক ক্রেস্ট ও প্রাইস মানি উপহার দেয়া হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, সরকারি পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম, ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, ম্যারাথনের রানিং ডিরেক্টর সবুজ শিকদার, ম্যারাথন এম্বাসেডর জহিরুল কবির শাহীন, পুরু অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

ম্যারাথন অনুষ্ঠানের স্পন্সর ছিলেন মেঘনা গ্রুপ অফ কোম্পানি, ওয়াটসন গ্রুপ, নদী বাংলা গ্রুপ, ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমেদ চৌধুরী, মিডিয়া পার্টনার ছিলেন নরসিংদী প্রেসক্লাব , রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা রিপোর্টার্স ক্লাব ।

অনুষ্ঠানের আগের রাত সারারাত ছিল প্রতিযোগিদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজনের ব্যবস্থা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular