ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপিরোজপুরনাজিরপুরে ১২ বছরের মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

নাজিরপুরে ১২ বছরের মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি (নাজিরপুর) পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শামীমা আক্তার(১২) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

গতকাল (৩০ অক্টোবর) বুধবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। শামীমা চরখোলা গ্রামের জালাল উদ্দীন শেখের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল। 

এ বিষয়ে তার ভাই খাইরুল শেখ জানান, আজ সকালে আমরা যখন সবাই কাজের জন্য ঘরের বাহিরে ছিলাম, তখন শামীমা ঘরের দরজা বন্ধ করে দেয়। নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ দেখে আমারা শামীমাকে ডাকাডাকি করি।

কোনো সাড়াশব্দ না পেয়ে আমার মা দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকেন।ভিতরে গিয়ে দেখেন শামীমা গলায় ওরনা দিয়ে আড়ার সাথে ঝুলে আছে।

তার ভাই আরো বলেন, শামীমা বাড়ীর পাশের মহিলা মাদ্রাসায় পড়তো। দীর্ঘ দিন ধরে অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিলো।প্রায়ই পেটের ব্যাথায় ছটফট করত। অর্থ সংকটের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

আজকেও হয়তো সেই ব্যাথা জেগেছে। ধারনা করছি, সে অ্যাপেন্ডিসাইটিসের এ ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জীনাত তাসনিম জানান, আমরা বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা ও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। 

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো মাহামুদ আল-ফরিদ ভুইয়া জানান, আমরা পরিবারের মাধ্যমে জানতে পেরেছি মেয়েটি অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিলো। পরিবার তার চিকিৎসা না করার ক্ষোভে সে আত্মহত্যা করেছে। এ বিষয়টি নিয়ে আমদের পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular