ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতনাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিক্সা চালকের মৃত্যু 

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিক্সা চালকের মৃত্যু 

ডেস্ক নিউজ : নাটোরে সালমান (১৭)নামে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ পেশায় একজন রিক্সা চালক এবং ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। 
 
নিহত খোরশেদ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। 
 
এলাকাবাসী জানায়, নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী এবং সেবনকারী। অভিযুক্ত সালমান মাদকাসক্ত ছিলেন। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারে চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular