ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনান্দাইলে কিল ঘুষিতে বৃদ্ধার মৃত্যু

নান্দাইলে কিল ঘুষিতে বৃদ্ধার মৃত্যু

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে রাস্তা নির্মাণে বাঁধা কে কেন্দ্র করে কিল ঘুষি তে আব্দুল মোমেন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে দু’পক্ষের হাতাহাতি হলে বৃদ্ধা আব্দুল মোমেন কে কিল ঘুষি মেরে আহত করে। আহত বৃদ্ধা দুপুর ২টার দিকে তার মৃত্যু যায়। নিহত আব্দুল মোমেন উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত মুকসুদ আলীর পুত্র। তিনি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরী ছিলেন।

নিহত আব্দুল মোমেন এর পারিবারিক সূত্রে জানা গেছে- সম্প্রতি নান্দাইল রোড বাজার থেকে সিদ্দিকের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ হয়। প্রতিবেশী সিরাজুল ইসলামের পুত্র সবুজ মিয়া, আশরাফুল ইসলাম ও আব্দুল হকের পুত্র ফাইজুল ইসলাম নির্মাণ করা সড়কের মাটি কুদাল দিয়ে কেটে ফেলে দেয়। আব্দুল মোমেন ও তার বাড়ির লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোমেন এর বুকে কিল ঘুষি মেরে ফেলে দেয়। আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মোমেন এর মেয়ে শাফিয়া আক্তার দিপালী বলেন – আমার বাবাকে চোঁখের সামনে মারধর করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
আব্দুল মোমেন এর পুত্র খোকা মিয়া বলেন- আমার বাবা অত্যন্ত ভাল মানুষ ছিল। সবুজ, আশরাফুল, ফাইজুল ও তার স্ত্রী মীনা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে আমার বাবা কে মেরে ফেলেছে। এদের বিরুদ্ধে মামলা করবো।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্বপ্রাপ্ত ওসি মুজাহিদুল ইসলাম বলেন – পরিবারের পক্ষ থেকে মারধরে মৃত্যু বলে অভিযোগ করছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular