ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে খাদ্য বান্ধবের ১৫টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ

নান্দাইলে খাদ্য বান্ধবের ১৫টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর এলাকায় রাতের আধারে ১৫ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমানে ওই চাল নান্দাইল মডেল থানার হেফাজতে আছে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজেম্মপুর ইউনিয়নের কালিয়াপড়া বাজার থেকে কানুরামপুর আসার পথে দত্তপুর এলাকায় গাড়ী সহ ১৭৮ বস্তা চাল আটক করে স্থানীয় ছাত্র-জনতা। পরে খবর পেয়ে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি) ফয়জুর রহমান বিশেষ ক্ষমতা আইনে ওই চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার রিপন মিয়ার দোকানের পাশেই কুতুবপুর গ্রামের চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা ১৭৮ বস্তা চাল ক্রয় করে বং চাউলগুলো অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন। ওই চাল রাতের আধারে গাড়ী করে অন্যত্র পাচার করার সময় ছাত্র-জনতার হাতে আটক হয় এবং উপজেলা প্রশাসন খবর পেয়ে তা জব্দ করে।

এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার রিপন মিয়া ও তদারকি কর্মকর্তা উপ-সহকারী কৃষি অফিসার মাহবুব আলম জানান যথা নিয়মেই কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। কিন্তু কেউ চাল উত্তোলন করে তা বিক্রি করে দিলে বা অন্য কেউ ক্রয় করলে তা আমাদের কিছুই করার নেই। এ দিকে চাল ব্যবসায়ী গোলাম মোস্তাফাকে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, জব্দকৃত ১৭৮ বস্তা চাল এতিমখানা, আশ্রয়ণ প্রকল্প ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হবে। এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ক্রয়কারী গোলাম মোস্তফা সহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular