ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে বাশহাটি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে বাশহাটি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বাশহাটি উচ্চ বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অত্র বিদ্যালয় খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের বর্ণিল আয়োজন করা হয়।

বাশহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, আজমীরা খাতুন ও সাবিনা ইয়াসমিনের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার ফাঁকে সহকারী শিক্ষক মাজেদা খাতুন ও চম্পা রাণী সাহা’র নেতৃত্বে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।

পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহম্মদ উল হক খন্দকার, ইউপি সদস্য মহসিন আহম্মেদ, শিক্ষার্থীর অভিভাবক আ: জলিল সেলিম, প্রাক্তন সদস্য রেজাউল করিম, সাবেক শিক্ষক হাজী মো. আ: রশিদ, সাবেক সিনিয়র শিক্ষক প্রবাল মজুমদার, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, সিনিয়র শিক্ষক শাহজাহান কবির, সহকারী শিক্ষক মেহেদি হাসান, প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ইয়াসমিন শিখা সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular