নান্দাইল প্রতিনিধি: উপজেলার ঝালুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল অংকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের কাছ থেকে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ঝালুয়া বাজারের বাবুল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আনিছুর রহমান জানান, তাদের প্রচ্ছেষ্ঠায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৫লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়াস সার্ভিসের এই কর্মকর্তারা জানান তাছাড়া তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে হয়ত এ আগুনের সূত্রপাত হয়েছে।
এ সময় বাজারের ডিউটিরত থাকা নিরাপত্তা কর্মীরা অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে খবর পেয়ে ফায়াস সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে দির্ঘক্ষন চেষ্টায় আগুন নিবাতে সক্ষম হলেও দোকান ঘরগুলো রক্ষা করতে পারেনি। এরি মধ্যেই আগুনে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। দোকান গুলো ছিল অটোরিক্সাও মুদি এবং ফানির্চারের দোকান। পুড়ে যাওয়াচারটি দোকানের মধ্যে একটি দোকান খালি ছিল।