ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক সহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইক চালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের হাবিব উল্লাহ্ (২২) সে ওই গ্রামের আব্দুল জলিলের পুত্র।

এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরোও দুই যাত্রী তারা হলেন- আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দিকে আহত নেজাতুল ইসলাম কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিলেন ইজিবাইকটি। বাইকটি মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতে মুখী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ইজিবাইটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। ঘটনাস্থলে চালক সহ ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে হাবিব উল্লাহ্ ও ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রহমত উল্লাহ্ নামে দুই যাত্রী মারা যায়। এদিকে ওপর এক যাত্রী নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন- বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হলেও বাস চালকে আটক করা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular