ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে সাংবাদিকদের সাথে নবযোগদানকারী ইউ এন ও’র মতবিনিময়

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবযোগদানকারী ইউ এন ও’র মতবিনিময়

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারামিনা সাত্তার এর সাথে কর্মরত সাংবাদিকবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইলের উন্নয়ন ও জনসেবায় সরকারের পাশাপাশি সাংবাদিকবৃন্দের সহযোগিতা চেয়ে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। স্বাগত বক্তব্য শেষে খাদ্য, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, পরিবেশ-পরিচ্ছন্ন ও জুয়া-মাদক সহ নান্দাইল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু, শামসুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন, হুমায়ূন কবীর, আহসান কাদের মাহমুদ, মুখলেছুর রহমান, আর.জে মিন্টু ও শাহজাহান ফকির প্রমুখ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আকন্দ সহ নান্দাইলের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকবৃন্দের বক্তব্য শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সমাপনী বক্তব্যে বলেন, এ নান্দাইল উপজেলার আলো-বাতাসে আপনারা বড় হয়েছেন, এখানকার মাটি ও পানি আপনাদের হৃদয়ের সাথে মিশে আছে। আমি আপনাদের তথা জনগণের সেবক মাত্র। নান্দাইলের প্রতিটি সমস্যা দল-মত নির্বিশেষে সকলের সহযোগীতায় তা দূর করে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নান্দাইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে ইউএনও’র দরজা সবার জন্য উন্মোক্ত থাকবে। পাশাপাশি সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে যেকোন সময় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular