ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন

নান্দাইলে হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতিদেরকে বই পড়ার মাধ্যমে জীবন-মান আলোকিত করতে ‘বই কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তাঁর নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় উক্ত বই কর্ণার এর শুভ উদ্বোধন করেন। স্বল্প সময়ের হাজতিরা বিভিন্ন দুশ্চিন্তায় যাতে না পড়ে, সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তুলার উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার।

তিনি আরও বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে, বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন ধরেন শিক্ষনীয় বই রয়েছে। আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে। উক্ত বই কর্ণারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক এনামুল হক বাবুল বই পড়া আন্দোলন নান্দাইল এর পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই উক্ত বই কর্ণারে প্রদান করার ঘোষণা দেন। এছাড়া নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনও’র এরকম ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে। জীবন-মান উন্নয়নে বই পড়ার কোন বিকল্প নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular