নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ ঝগড়ার সময় প্রতিবেশীর গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাশিপুর মধ্যপাড়ার বাসিন্দা পাভেল (৩৫) আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রতিবেশী রায়হান বাবু বর্তমানে পলাতক। নিহতের বড় ভাই মোঃ মাসুমের মতে, আজ ভোরে কবুতর সম্পর্কিত একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়।
পুলিশ জানিয়েছে, বিবাদের জের ধরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, পাভেলকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বিকাল ৩:৩০ টার দিকে তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।”