ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি : ধর্ম উপদেষ্টা 

নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি : ধর্ম উপদেষ্টা 

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি। তাছাড়া সিয়ামের শিক্ষায় উজ্জীবীত হয়ে আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে আমরা সমাজ সচেতন হয়ে মানবিক সমাজ বিনিমার্ণ ও আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারি।

৯ মার্চ বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে “সিয়ামের চেতনায় সমাজ ও রাষ্ট্র ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মসজিদ মিশনের কেন্দ্রিয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের। উক্ত সেমিনারে কি নোট স্পিকার ছিলেন প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ। নির্ধারিত বিষয়ের আলোচনায় অংশ নেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর আতাউল্লাহ, বাংলাদেশ মসজিদ মিশনের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, মো. নূরুল ইসলাম বুলবুল, মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মাওলান আবু তাহের জিহাদী, ড. আব্দুস সামাদ, মুফতি ফখরুল ইসলাম, ড. ইকবাল হোসের ভূঁইয়া, মুফতি ফয়জুল্লাহ আশরাফ, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যক্ষ সাঈদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাওলানা আ ন ম হেলাল উদ্দীন, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ফেনী, অধ্যক্ষ আব্দুল বারী সাতক্ষীরা, ড. মীম আতিকুল্লাহ, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমীর, পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মুফতি তাজুল ইসলাম কাউসার, মুফতি মহিউদ্দিনসহ আমন্ত্রিত মেহমানবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববান হতে হবে। মসজিদ মিশনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার আলোচনায় বলেন, সিয়াম শুধু ব্যক্তি নয়, সমাজ এবং রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আনুগত্যের এক অনন্য নজির সমাজে পরিস্ফুটিত হয়। এরপর বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সাওম আমাদেরকে সত্যিকারের মানুষ হতে শিখায়। দুনীর্তিমুক্ত সমাজ নিমার্ণ করে আদর্শবান রাষ্ট্র কায়েম করাই সিয়ামের মূল উদ্দেশ্য। এ জন্যই এ মাসে রাসূল সা. বদরসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেন। উক্ত সেমিনারের অন্যতম আলোচক মাওলানা আব্দুল হালিম বলেন, আল্লাহ তায়ালার নির্দেশনার আলোকে সাওম আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জনাব নুরুল ইসলাম বুলবুল তার আলোচনার মধ্যে বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে হলে সবার আগে আত্মসংশোধন, আত্মসংযম ও সঠিক তাকওয়া অর্জন খুবই জরুরি। সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, পূর্ণ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে শিখে এবং বাকি মাসগুলোতে তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার প্রতিফলন ঘটানোর সবাত্মক চেষ্টা চালায়। ব্যাপক অর্থে সিয়াম মূলত সমাজ সংস্কারের অন্যতম একটি প্রক্রিয়া। অতপর উক্ত সেমিনারে আমন্ত্রিত সকল মেহমান ও দর্শক স্রোতার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সিয়ামের শিক্ষা লালন করার আহ্বান জানিয়ে এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular