ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামধর্ষকদের বিচারের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

ধর্ষকদের বিচারের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বুধবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক সুব্রতা রায়, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মালা দেব, বদরুন্নেছা বীথি, শিক্ষার্থী বিথি খাতুন, অনামিকা আক্তার, তুলসী রবিদাস। এছাড়া এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কৃষক সমিতির সভাপতি নুর মোঃ আনছার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন নারীরা কখনো কন্যা, বধু, বোন ও মায়ের রূপে পুরুষের সকল কাজের অংশীদার। তাই সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে শিশু আছিয়ার ধর্ষকসহ সকল ধর্ষকদের ফাঁসির দাবী জানান। নারী ও শিশুর প্রতি নিপীড়ন-নির্যাতনকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং অধিকার রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular