রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে নারী,শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বসমাক্তব্য দেন-উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্য সচিব আনার কলি, সাবেক উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আরজু, প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তারা ধর্ষক ও নির্যাতনকারিদের আইনের আওতায় এনো দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি করেন।
এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, শরিফ মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।