ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedনাসিরনগরে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা

নাসিরনগরে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার খান, জুলাই’ আন্দোলনে শহীদ হাফেজ ইমরানের পিতা মোহাম্মদ ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক বি.এম.গিয়াস উদ্দিন, আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামসহ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা বক্তব্য রাখেন।
সভায় জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular