মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : আনন্দমূখর পরিবেশে ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার (১৪ মে) ২০২৫ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। এতে বিশেষ ছিলেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক সারওয়ার জাহান ছিদ্দিকী ও ফরিদা ইয়াসমীন পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক।
অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান আকন্দ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ রাকিবুল-হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি ডাঃ মুহম্মদ আলী সিদ্দিকী, অভিভাবক প্রতিনিধি আব্দুল করিম, ফরিদ আহমেদ খান, গোহাইলকান্দি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, তিনি তাঁর জীবনের ৩৫ বছর নাসিরাবাদ কলেজে অধ্যাপনা করেছেন। বর্তমানে আবার তিনি নাসিরাবাদ কলেজের সভাপতির দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, আমার শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এ কলেজটির উন্নয়নের মাধ্যমে কলেজটি দেশের সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পরিণত করবো ইনশাল্লাহ।
নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক শিক্ষার মানোন্নয়নে লেখাপড়াসহ খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানান। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ক্লাসমুখী ও বই পড়ার দিকে গুরুত্ব দিতে আহ্বান জানান কলেজ অধ্যক্ষ
নাসিরাবাদ কলেজ রোভার স্কাউটদের মনোজ্ঞ কুচকাওজের মাধ্যমে অনুষ্ঠান শুরু ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।