ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকনিকারাগুয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলের সঙ্গে

নিকারাগুয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার এই পদক্ষেপের ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে মধ্য আমেরিকার দেশটি। খবর আল জাজিরার।

গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে নিকারাগুয়ান কংগ্রেস।

ঘোষণাটি এমন সময়ে এলো, যখন গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরায়েলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular