ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না: ফখরুল

সন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না: ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না।নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি মানবে না।

তিনি বলেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কি না।

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নতুন সরকারের প্রয়োজন পরবে বলেও মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন,

এটা কী আপনারা মেনে নিতে পারবেন। মানবেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কথায় এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায় বলেও জানান তিনি।

গণঅভ্যত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্র এবং ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে।

দেশজুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম-এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করেছে সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular