ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী সেলিম প্রধানের

নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী সেলিম প্রধানের

সুমন দত্ত: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সন্ত্রাসী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ওরফে দিপু বাহিনীর হামলার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। তিনি সেখানকার এক স্বনামধন্য ব্যবসায়ী।

দিপু বাহিনীর আক্রমণে তার ঘর বাড়ি অফিস ফ্যাক্টরি ধ্বংসপ্রাপ্ত হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে আহত হন ৫ জন। এতে ক্ষতির শিকার হয়ে রাষ্ট্রের কাছে দিপুর গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে নির্যাতনের শিকার সেলিম প্রধান জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সেলিম প্রধান বলেন, ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে দিপু ও তার দলবল আমার ভুলতার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার বাড়িতে থাকা ৫০টি মোটরসাইকেল ও প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে। বাড়ির ভেতর আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরো বলেন, দিপু বিএনপি নেতা সেজে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করেন। গাজীর সমস্তকিছু এখন দিপুর নিয়ন্ত্রণে। মঙ্গলবার গত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী গাজির বিরুদ্ধে মিছিল মিটিং হলে তার বাড়িতে হামলা চালায় দিপু বাহিনী। তিনি বলেন অতীতে গাজী তার বাড়িতে সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। এখন সেই গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন হলে দিপু ভূঁইয়া তার বাড়িতে হামলা চালায়।

হামলার বিভিন্ন ফুটেজ সেলিম প্রধান একটি প্রজেক্টোরের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের দেখান।

সেলিম প্রধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজের নিরাপত্তা চান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular