ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে : তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে : তারেক রহমান

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে, বর্তমানে দেশে নির্বাচন দরকার।

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে পরিচালনা করছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছেন। আর তাই জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। দেশের মানুষের কাছে বিএনপি সংস্কার প্রস্তাব প্রথম দিয়েছে। এখন অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কার প্রস্তাব দিচ্ছে।

বিএনপি কেন নির্বাচনের কথা বলছে- প্রশ্ন রেখে তারেক রহমান বলেন,
কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলে নির্বাচিত জনপ্রতিনিধি দেশের সমস্যা নিয়ে সংসদে গিয়ে কথা বলতে পারবেন। কাজ করতে পারবেন সংস্কার প্রস্তাব নিয়ে। সংস্কার তখনই সম্ভব যখন নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে যাবেন নির্বাচনের মাধ্যমে।

‘নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই। দেশর ভবিষ্যতের জন্য নির্বাচনের বিকল্প নেই, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular