ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত

নীলফামারীতে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পাঁচ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) বিশেজ্ঞ চিকিৎসক ফোরাম ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ। এসময় হাসপাতালের আউটডোর ও ইনডোর বন্ধ ছিল। তবে জরুরীসেবা চলমান ছিল বলে জানান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুর রহিম।
বুধবার (১২ মার্চ) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্তরে ওই কর্মসূচি পালন করেন চিকিৎসক ফোরাম।
এসময় ফোরামের আহব্বায়ক সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ন আহব্বায়ক সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. তোজাম্মেল হক, সিনিয়র কনসালটেন্ট (অর্থ-সার্জারী) ডা. এডিএম গোলাম মোস্তফা (শুভ্র), সদস্য সচিব ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আব্দুল মতিন প্রমুখ।
ফোরামের আহব্বায়ক সিনিয়র কনসালটেন্ট মোয়াজ্জেম হোসেন বলেন, এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও ‘নামসর্বস্ব’ ম্যাটসের সকল কার্যক্রম বন্ধ করে, শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস  গ্রাজুয়েট চিকিৎসক কতৃক ঔষুধ প্রেস্ক্রিপশন করা ছাড়া বাকি সব ধরণের প্রেস্ক্রিপশন নিষিদ্ধ করতে হবে।
ডাক্তারী পড়াশুনা না করে ডাক্তারী পদবী ব্যবহার করেন। তারা দোকান থেকে একটা বই কিনে, বই পড়ে, এএলএমএফ প্রশিক্ষন নিয়ে ডাক্তার বনে গেল। বিশেষ করে এদের দ্বারা রোগিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে আমরাও বিসিএস চিকিৎসকরা ওই রোগিদের সুস্থ্য করে তুলতে পারি না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular