ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি : মানবসেবী জীন হেনরী ডুনান্টের জন্মদিন, বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে দিনটি উপলক্ষ্যে ‘মানবতার পক্ষে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেড ক্রিসেন্ট কার্যালয়ে থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তৃতা দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা ফজলুল করিম। এ সময় বক্তারা বলেন, মানবতার কল্যাণে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্যোগ, যুদ্ধ ও সংকটময় পরিস্থিতিতে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আগামী প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রতি গুরুত্বারোপ করেন তারা।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছ্বাস রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, শিক্ষক ভূবন তরফদার, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নাসির উদ্দিন শাহ মিলন, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular