ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedনীলফামারীতে সাংবাদিকদের সাথে দুদকের মতবিনিময় সভা

নীলফামারীতে সাংবাদিকদের সাথে দুদকের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

দুর্নীতি করে কেউ পার পাবে না উল্লেখ করে উপ-পরিচালক শাওন মিয়া বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করে দুদকে লিখিত অভিযোগ করুন, আমরা ব্যবস্থা নেবো। এক্ষেত্রে অভিযোগকারীকে সুরক্ষা দেবো আমরা।
নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববি ও হাসান রাব্বী প্রধান এতে বক্তব্য দেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে গণশুনানীতে অংশ নেবেন। দুর্নীতি বিষয়ক কারো কোন অভিযোগ থাকলে নির্দিষ্ট বুথে লিখিত ভাবে তা জানানোর অনুরোধ করা হয়।

গণশুনানীতে দুদক কমিশনার(তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজি ও কমিশনার(অনুসন্ধান) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত থাকবেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া আরো বলেন, এখন আর আগের পরিবেশ নেই। যত বড় কর্মকর্তা হোক না কেন, আমাদেরও যদি কেউ হয়, কোন সম্যা নেই, দুর্নীতি থাকলে অভিযোগ দেন আমরা যাচাই বাছাই করে দেখবো, প্রমানিত হলে অবশ্যই শাস্তি হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular