ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতনীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

নীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : সদর উপজেলায় ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত আবু বক্কর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সদর থানায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটি ১১ মার্চ দুপুরে স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিল। পথে আবু বক্কর শিশুটিকে পেঁপে দেওয়ার কথা বলে নির্জন একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে বক্কর। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। ঘটনার দুই দিনের মাথায় ১৪ মার্চ রাতে শিশুটি অসুস্থ বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়।

এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী জানান, শিশুটির মা সৌদিপ্রবাসী। এ কারণে ৭ বছরের ভাগনি তাদের বাড়িতে থাকে। অভিযুক্ত আবু বক্করের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বাদী।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, দুপুরে আদালতের মাধ্যমে ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা, আব্দুর রহিম জানান, শিশুটির চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular