পঞ্চগড় প্রতিনিধি : ” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগান নিয়ে আজ রবিবার পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন র্যা ষলি অগ্নিকান্ডের মহড়া অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য ল্যাংলি বের করা হয়। রয়্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট চত্বরের পাশে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক মোঃ সবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকারনাইন কবির জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান উপস্থিত ছিলেন।