ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে ইউএনও’র হস্তক্ষেপে রেলপথ অবরোধ প্রত্যাহার

পঞ্চগড়ে ইউএনও’র হস্তক্ষেপে রেলপথ অবরোধ প্রত্যাহার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:  আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান একপ্রেস চালুর দাবিতে দুই ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় এলাকাবাসী।

শনিবার ঐ অবস্থায় ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার একমাত্র রেলস্টেশন কিসমত রেলওয়ে স্টেশন। এ স্টেশনে দ্রুতযান একপ্রেসটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। আগামীকাল রবিবার থেকে এ স্টেশন থেকে ট্রেনটি প্রত্যাহার করার কথা থাকায় এলাকাবাসী স্টেশনটিতে অবরোধ করে।

স্থানীয় আবু হাসান জানান, এ স্টেশনটিতে ঢাকা ও রাজশাহী থেকে যাত্রী যাওয়া আসা করে। তাই দ্রুতযান একপ্রেসটি প্রত্যাহার নয়, নিয়মিত চালু রাখা হয় সে দাবিতে এলাকাবাসী অবরোধ করেছে। অবরোধের খবর শুনে ইউএনও স্যার ও পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলেন। তাদের দাবির কথা শোনেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

রেলপথ অবরোধে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক , শিক্ষার্থী, ট্রেন ভ্রমণ পিপাসু সহ স্থানীয় জনগণ। অবরোধকারীরা জানান, আটোয়ারী ও বোদা দুই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন কিসমত। দুই উপজেলার হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্তে চাকুরী করেন। তারা নিরাপদ যানবাহন হিসেবে নিয়মিত ট্রেনে যাতায়াত করেন। আকষ্মিকভাবে দ্রæতযান ট্রেনের যাত্রা বিরতির সিদ্ধান্ত নিয়ে রেল কর্তৃপক্ষ সবাইকে অবাক করেছে। অবরোধকারীরা বলেন, আমরা যাত্রা বিরতি বাতিলের প্রতিবাদে যৌক্তিক আন্দোলন করছি।

এব্যাপারে কিসমত রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ বজলুর রহমান ও নারায়ন চন্দ্র বলেন, কিসমত রেল স্টেশনে প্রতি মাসে ৬০০ টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও বিক্রি হচ্ছে মাত্র ৭৫ থেকে ১০০ টিকিট। টিকিট বিক্রি কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছার কারণে এ স্টেশনে যাত্রা বিরতি পত্যাহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার কর্তৃক যাত্রা বিরতি প্রত্যাহার করার কারণে এলাকার জনসাধারণ ডাউন দোলনচাপা ট্রেনটিকে কাঠের স্লিপার ও লাল কাপড়ের ব্যানার দিয়ে সকাল ৬টা ১০ মিনিটে ট্রেনটি অবরোধ করে। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তব্যরত স্টেশন মাস্টার ট্রেনটিকে আউট সাইড করে। সিগনালের ওইখানে থামানো হয়। অবরোধের সময় রেলওয়ে কন্ট্রোল লালমনির হাট, ওসি জিআরপি,দিনাজপুর, ইউএনও আটোয়ারী, ওসি আটোয়ারী থানাকে অবহিত করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান কিসমত রেল স্টেশনে উপস্থিত হয়। তিনি অবরোধকারীদের সাথে কথা বলার পর অবরোধ প্রত্যাহার হয়। দোলনচাপা ট্রেনটি কিসমত স্টেশনে প্রবেশ করার কথা সকাল ৬-২১ মিনিটে, সেখানে অবরোধ করার কারণে কিসমত স্টেশনে আসে ৮-১৭ মিনিটে। দ্রæতযান এক্সপ্রেস ট্রেন নিয়মিত পঞ্চগড় থেকে সকাল ৭-৩৫ মিনিটে কিসমত স্টেশনে আসে এবং সকাল ৭-৩৭ মিনিটে ছাড়ে।

আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) বলেন,কিসমত রেলওয়ে স্টেশন মাস্টার ফোন করেছিল,তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছি। অবরোধকারীদের সাথে কথা বলেছি। তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করার পরামর্শ দিয়েছি। তারা জেলা প্রশাসক বরাবরে গণসাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছেন। আবেদনের প্রেক্ষিতে ডিসি স্যার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন। এলাকার সুধিজনের মতে যেহেতু দুই উপজেলার মাঝে একটি মাত্র রেলওয়ে স্টেশন ,সেহেতু ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা মোটেও ঠিক করেন নি রেলওয়ে কর্তৃপক্ষ। দুই উপজেলার সচেতন মানুষ কিসমত রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতি অব্যাহত রাখার দাবী জানাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular