ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা সদরের সাতমেড়া ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওয়াইফাই জোন উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামসহ ইউপি সদস্য, সেবগ্রহিতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে চলতি অর্থবছরের বরাদ্দ হতে একটি কম্পিউটারসহ সাতমেড়া ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে।

এখন থেকে ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহিতারা কম্পিউটার অথবা এন্ড্রয়েট ফোন ব্যবহার করে যে কোন সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এতে করে দ্রুত সময়ের মধ্যে সেবা গ্রহিতারা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে জেলা প্রশাসক মো. সাবেত আলী আশা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular