পঞ্চগড় প্রতিনিধি : আমরা তো লড়ছি, সততার মন্ত্রে, থাকবো না কখনোই শত ষড়যন্ত্রে এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় ও সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনর উদ্বোধন করেন জেলার প্রান্তিক জনপদের গীতিকার ও বাউল ফকির আইয়ুব আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও গীতিকার প্রবীর সরদার, কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।
পরে জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে শুরু হয় কাউন্সিল অধিবেশনে নিবন্ধিত ও পর্যবেক্ষকগণ অংশ নেয়। অধিবেশনে রিপোর্ট পেশ করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। কাউন্সিলররা আলোচনায় অংশ নেয়।
শেষে গোলাম কিবরিয়াকে সভাপতি ও নূরনবী জিন্নহকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী অবিনাশ বাউল ও জেলা উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।