ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপঞ্চগড়ে খোলা সয়াবিন তেল বোতলে প্রক্রিয়াজাত করার সময় গ্রেফতার ২

পঞ্চগড়ে খোলা সয়াবিন তেল বোতলে প্রক্রিয়াজাত করার সময় গ্রেফতার ২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ ভাবে সয়াবিন তেলের কারখানা গড়ে তুলে খোলা তেল বোতলজাত করার দায়ে অবৈধ কারখানার মালিক সহ দইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় ৩ হাজার ১৩২ লিটার তেল সহ পরিবহনের সাথে যুক্ত দুইটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন। এর আগে সকালে উপজেলা মাঝগ্রাম এলাকায় নামবিহীন কারখানায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগা সয়াবিন তেলের বোতল সহ প্যাকেট ও দুটি পিকাআপ জব্দ করে পুলিশ।

জব্দকৃত তেলের বাজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা।

পুলিশ বলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সরকারের কর ফাঁকি দিয়ে খোলা সয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন তারা। এ ঘটনায় আটকের পর তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদিনহীন অবৈধ প্রতিষ্ঠান গড়ে তুলেন আজিজ। দীর্ঘদিন ধরে খোলা তেল ড্রামে করে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতে নাতে আটক করা হয়। একই সাথে তেল সহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে। মালিক ও কর্মচারীকে গ্রেফতার দেখিয়ে বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular