ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপঞ্চগড়ে চা কারখানা মালিককে জরিমানা

পঞ্চগড়ে চা কারখানা মালিককে জরিমানা

শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অস্বাস্থকর পরিবেশে চা তৈরি এবং মানহীন পাতা সংগ্রহের অভিযোগে মলি টি ফ্যাক্টরি লিমিটেড নামে একটি চা কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ইমরানুজ্জামান এই অর্থদন্ডের আদেশ দেন।

চা বোর্ড জানায়, একাধিক অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার জগদল এলাকার ওই চা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে অস্বাস্থকর পরিবেশে চা তৈরি, মানহীন পাতা সংগ্রহ এবং সংগৃহিত পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি খুঁজে পায় চা বোর্ডের কর্মকর্তারা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মখলেছার রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে মুচলেকা নেওয়া হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ পুলিশ ও চা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, কারখানাটিতে অনেক শ্রমিক কাজ করেন। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা জরুরি। চা বোর্ড নির্ধারিত মান অনুযায়ী পাতা সংগ্রহ করেনি তারা। এতে জেলায় তৈরিকৃত চায়ের মান নিয়ে প্রশ্ন উঠে। এজন্য জরিমানা আদায়ের সাথে কারখানা মালিকের কাছে মুচলেকা নেওয়া হয়েছে।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular